বিস্তারিত: যাকাত ও ফিতরার পার্থক্য কি?

যাকাত ও ফিতরার পার্থক্য ও যাকাত কি, ফিতরা কি তা নিয়ে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। যাকাত এর ফিতরা কি একই?
বিস্তারিত: যাকাত ও ফিতরার পার্থক্য কি?

আস-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনি ভালো আছেন! আজকে আমরা আলোচনা করবো, যাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য নিয়ে। 

আমাদের সমাজে অনেকেই আছেন যারা যাকাত ও ফিতরার বিষয়টি গুলিয়ে ফেলেন। আমাদের যেকোনো বিষয় জানার অভাবে বিভিন্ন প্রকার ভুল হয়ে থাকে। 

তাই আমরা আজকে জানার চেস্ট করবো যাকাত ও ফিতরারর পার্থক্য।

যাকাত কি

যাকাত ইসলামে ৫ টা পিলারের ১ পিলার যা একটা গুরুত্বপূর্ণ বিধান। কুরআনে সালাত আদায়  এর মতো করে যাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাকাত হলো, পুরো ১ বছরে সাধারন চাহিদা মিটানোর পর যে অর্থ বা সম্পদ গচ্ছিতো থাকে ওই সম্পদ বা অর্থ থেকে আল্লাহ এর নির্ধারিত পরিমান দান করাকে যাকাত বলে।

যাকাত দয়া করে দেওয়া না এইটা আল্লাহ তাআলা নির্ধারিত ফরজ হিসেবে গরিবদের অধিকার আদায়ে বাধ্যতামূলক করে দিয়েছেন।

গরিবের হক রয়েছে এই যাকাতের অর্থ বা সম্পদের মধ্যে।

যাকাত দানের মাধ্যমে অর্থ সম্পদ ও তার আত্না পবিত্র হয়ে যায়।  যার কারনে তার সম্পদে কল্যান আসে।

ফিতরা কি

ফিতরাও যাকাত। ফিতরাকে সাদকাতুল ফিতর বলা হয়। রমজানের শেষে ফিতরা ওয়াজিব হয়ে যায়। 

ফিতরা ও যাকাত এর হিসাব সাধারনত একই। তবে কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে।

ফিতরার ক্ষেত্রে পুরো ১ বছর স্থায়ী সম্পদের প্রয়োজন হয়না। অর্থাৎ ইদ উল ফিতর এর দিন নিসাব পরিমান সম্পদের মালিক হলেই ফিতরা ওয়াজিব হয়ে যায়।

যাকাত ও ফিতরার পার্থক্য

তাহলে আমরা কিছুটা বুঝতেই পারছি।  যাকাত হলো পুরো ১ বছরের হিসাব অনুযায়ী আর ফিতরা হলো ইদুল ফিতরের দিন পর্যন্ত যা সম্পদ থাকে তার উপর।

রমাদানে আমাদের ইচ্ছার বাইরেও অনেক ছোট খাটো অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে তার থেকে ক্ষমা পাওয়ার জন্যও আমাদের ফিতরা দিতে হয়।
সাদকাতুল ফিতর শুধু মাত্র রমজান মাসে দেওয়া যায়।


 আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এখানে প্রকাশিত কোনো লেখায় যদি ভুল পরিলক্ষিত হয় তবে ইসলাম প্রচারের স্বার্থে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমরা অবশ্যই তা ঠিক করবো।ইনশাআল্লাহ!