তাহাজ্জুদ নামাজের নিয়ম : কত রাকাত, সময় ও নিয়ম

তাহাজ্জুদ নামাজের নিয়ম সহজ ভাষায় আলোচনা করা হয়েছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত ও কখন পড়া উচিৎ ও নিয়ম কি তা নিয়ে বিস্তারিত বলা হয়েছে।
তাহাজ্জুদ নামাজের নিয়ম : কত রাকাত, সময় ও নিয়ম

আস-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনি ভালো আছেন! আজকে আমরা আলোচনা করবো, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত ও দুআ নিয়ে।

তাহাজ্জুদ নামাজের নিয়ম আমাদের অনেকেরই জানা থাকেনা যার কারনে অনেক বড় নিয়ামতের নামাজ আদায় করতে পারিনা।

নবীজিকে বিশেষ ভাবে রাতে তাহাজ্জুদ নামাজের নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা সুরা মুজাম্মিল আয়াত ১-২ এ বলেন, হে চাদর আবৃত, রাতের সালাতে দাড়াও কিছু অংশ ছাড়া।

তাহাজ্জুদ নামাজের নিয়ম

তাহাজ্জুদ নামাজের পড়ার বিশেষ কারন হলো, যারা যত্ন সহকারে তাহাজ্জুদের নামাজ পরে তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। ইনশাআল্লাহ।

আমাদের ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই, হযরত মুহাম্মদ (সাঃ)কে তাহাজ্জুদ নামাজের নির্দেশনা দিয়েছিলেন আল্লাহ তাআলা।
তাইলে বুঝাই যায় তাহাজ্জুদ নামাজের কতই না গুরুত্ব রয়েছে।

তাহাজ্জুদ নামাজের সময়

সাধারণত ঈশার নামাজের পর থেকেই তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়। তবে সব থেকে ভালোই হয় যদি অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর তাহাজ্জদের নামাজ আদায় করেন।

যদি সম্ভব হয় তবে শেষ রাতে বা ফজরের আযানের আগে যদি তাহাজ্জুদ আদায় করেন। তা সব চাইতে উত্তম।

তাহাজ্জুদের নামাজ কত রাকাত

তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন ২ রাকাত ও সর্বোচ্চ ১২ রাকাত। আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সাঃ) ৮ রাকাত নামাজ পরতেন বলে জানা যায়, তাই আপনি চাইলে ৮ রাকাত নামাজও পড়তে পারেন।

তাহাজ্জুদের কোনো কাজা নেই।

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম

নবীজি (সাঃ) ২ রাকাত করে করে নামাজ আদায় করতেন, ও লম্বা কেরাতে নামাজ পড়তেন। তাই লম্বা কেরাতে নামাজ পড়া ভালো।

যেকোনো সুরা দিয়েই এই তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়।

প্রথমে আল্লাহু আকবার বলে নিয়ত বাধবেন।
তারপর ছানা পড়বেন।
সুরা ফাতিহা পড়বেন।
সুরা মিলাবেন বা কেরাত পড়বেন।

এরপর সাধারন নামাজের মতই রুকু ও সেজদা দিয়ে নামাজ আদায় করবেন।

দ্বিতীয় রাকাআত নামাজ পড়ে দরুদ ও দোআ মাছুরা পড়ে সালাম ফিরিয়ে নেওয়ার মাধ্যমে নামাজ শেষ করবেন।

এই রকম ২ রাকাত করে ৮ রাকাত পড়তে পারা ভালো।


আমরা যেন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।

 আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এখানে প্রকাশিত কোনো লেখায় যদি ভুল পরিলক্ষিত হয় তবে ইসলাম প্রচারের স্বার্থে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমরা অবশ্যই তা ঠিক করবো।ইনশাআল্লাহ!