ঈমান কি : ঈমান ভঙ্গের কারণ

ঈমান কি : ঈমান ভঙ্গের কারণ

আস-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনি ভালো আছেন! আজকে আমরা আলোচনা করবো, ঈমান কিঈমান ভঙ্গের কারণ কি।

ঈমান কি : ঈমান ভঙ্গের কারণ

আমার মুসলিম আর আমাদের ঈমান খুব গুরুত্বপূর্ণ। ঈমান ছাড়া মুসলিম হওয়া সম্ভবনা। আবার আমাদের অনেকের ইমান থাকা সত্বেও বিভিন্ন কারনে ঈমান ভেঙ্গে যায়। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।

ঈমান কি

ঈমান শব্দের অর্থ, স্বীকার করা বা দৃঢ় ভাবে বিশ্বাস করা।  ঈমানদারদের ইমানের সাতটি বিষয়ে পুরোপুরি বিশ্বাস করতে হবে।

ঈমানে সাতটি স্তম্ভ হচ্ছে
  1. আল্লাহ এক ইলাহ হিসেবে বিশ্বাস করা
  2. আল্লাহ এর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা
  3. সমস্ত আসমানি কিতাব গুলোকে বিশ্বাস করা
  4. নবি রাসুল গণের প্রতি বিশ্বাস রাখা
  5. ভালো ও মন্দের উপর আল্লাহ এর ক্ষমতা রয়েছে, এই কথার বিশ্বাস রাখা
  6. আখিরাত ও পরকাল সম্পর্কে বিশ্বাস করা
  7. মৃত্যুর পর আবার পুনঃজীবিত করা হবে, এইটা বিশ্বাস করা

ঈমান ভঙ্গের কারণ

রোযা রাখলে যেমন রোযা ভেঙ্গে যাওয়ার কারন থাকে। তেমনি ঈমান গ্রহন করলে আপনার ঈমান ভেঙ্গে যাওয়ার ও অনেক কারন রয়েছে।

আমাদের অবশ্যই ঈমান যাতে করে ভঙ্গ না হয় সেদিকে প্রচুর খেয়াল রাখা উচিৎ।

  • আল্লাহ সাথে কাউকে শিরক করা
  • আল্লাহ ও বান্দার মধ্যে অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা
  • মুশরিক ও কাফিরদের কাফির মনে না করা
  • নবি (সাঃ) এর ফয়সালার চেয়ে অন্য ফয়সালা বেশি উপকারি মনে করা
  • হযরত মুহাম্মদ (সাঃ) এর বিধানকে অপছন্দ করা
  • ইসলামের বিধান নিয়ে হাসি ঠাট্টা করা
  • জাদু টোনা করা
  • মুশরিকদের সহযোগিতা বা সমর্থন করা
  • ইসলামের থেকে অন্য কিছুকে বড় মনে করা
  • দীন ইসলাম থেকে সরে যাওয়া


 আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এখানে প্রকাশিত কোনো লেখায় যদি ভুল পরিলক্ষিত হয় তবে ইসলাম প্রচারের স্বার্থে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমরা অবশ্যই তা ঠিক করবো।ইনশাআল্লাহ!