হজ্জ: হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি?
হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি তা নিয়ে আলোচনা করা হয়েছে। হজ্জের ওয়াজিব বিষয়গুলো তুলে থররা হয়েছে।
আস-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনি ভালো আছেন! আজকে আমরা আলোচনা করবো, হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি এই বিষয় নিয়ে।
আমরা যারা হজ্জে যাবো তাদের অবশ্যই জানা উচিৎ হজ্জের ওয়াজিব কি কি তাই আমরা জেনে নিই , হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি?
হজ্জ এর ওয়াজিব কয়টি
হজ্জ এর ওয়াজিব হলো ৯ টি।
হজ্জের ওয়াজিব কি কি
হজ্জের যা যা ওয়াজিব তা নিচে ক্রমঅনুসারে দেওয়া হলোঃ
- সাঈ করা, (অনেকেই এইটা হজ্বের রুকন মনে করে।)
- ইহরাম বাধার কাজটি মীকাত পার হওয়ার পূর্বেই সম্পন্ন করা
- আরাফাতে অবস্থান সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘায়িত করা
- মুযদালিফায় রাত্রি যাপন
- মুযদালিফার পর কমপক্ষে দুই রাত্রি মিনায় যাপন করা
- কঙ্কর নিক্ষেপ করা
- হাদী (পশু) জবাই করা (তামাত্তু ও কেরান হাজীদের জন্য)
- চুল কাটা
- বিদায়ী তাওয়াফ
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এখানে প্রকাশিত কোনো লেখায় যদি ভুল পরিলক্ষিত হয় তবে ইসলাম প্রচারের স্বার্থে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমরা অবশ্যই তা ঠিক করবো।ইনশাআল্লাহ!