হাদিস: কেমন মেয়ে বিয়ে করা উচিত
কেমন মেয়ে বিয়ে উচিত কেমন মেয়ে বিয়ে করলে আমাদের সংসার জীবন সুখি হবে, মেয়ে পছন্দের হাদিস আলোচনা করা হয়েছে।
আস-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনি ভালো আছেন! আজকে আমরা আলোচনা করবো, কেমন মেয়ে বিয়ে করা উচিত। এই বিষয়ে হাদিসের আলোকে জানার চেস্টা করবো।
বিয়েও একটা ইসলামের গুরুত্বপূর্ণ ঈবাদত।বিয়ের মাধ্যমে পূর্ন ইমানদার হওয়া যায়।
কেমন মেয়ে বিয়ে করা উচিত
বিয়ে করার আগে পাত্রী পছন্দ করা কিছু সুন্নতি নিয়ম কানুন আছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্নিত, প্রিয় নবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, নারীদের ৪টি জিনিসের উপর নির্ভর করে বিয়ে করা হয়।
- সম্পদ এর জন্য
- বংশ-বুনিয়াদের জন্য
- সৌন্দর্য এর জন্য
- দ্বীনদার এর জন্য
যদি সম্পদ না থাকে তবে বংশ ভালো কিনা তা দেখতে হবে, যদি তাও ভালো না লাগে তবে মেয়ের চেহারা কেমন তা দেখতে হবে, কোনো প্রকার সৌন্দর্য আছে কিনা।তাও যদি না পাওয়া যায় তবে দেখতে হবে দ্বীনদার কিনা, আল্লাহ এর প্রতি ভয় আছে কিনা।
এই ৪ টা বিষয়ে দেখে শুনে নবীজি (সাঃ) আমাদের বিয়ে করতে বলেছেন। তাহলে বিয়ের মাধ্যমেও আমাদের সুন্নত আদায় হয়ে যাবে।
আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজি এর দেখানো মতে বিয়ে করা তৌফিক দান করে।আমিন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এখানে প্রকাশিত কোনো লেখায় যদি ভুল পরিলক্ষিত হয় তবে ইসলাম প্রচারের স্বার্থে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমরা অবশ্যই তা ঠিক করবো।ইনশাআল্লাহ!