সাইয়িদুল ইস্তিগফার : বাংলা উচ্চারণ ও ফজিলত

সাইয়িদুল ইস্তিগফার : বাংলা উচ্চারণ ও ফজিলত
সাইয়িদুল ইস্তিগফার : বাংলা উচ্চারণ ও ফজিলত


আস-সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনি ভালো আছেন! আজকে আমরা জানবো সাইদুল ইস্তিগফার এর বাংলা উচ্চারণ ও ফজিলত।

সাইয়েদুল ইস্তেগফার পড়ার ফজিলত

রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যাক্তি দৃঢ় বিশ্বাসের সাথে রাতে ঘুমাবে এবং যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে,

 আবার যদি সকালে পাঠ করে তবে সারাদিনের মধ্যে মারা যায় তবেও সে জান্নাতি হবে।

তাই এই সাইদুল ইস্তিগফার, সকালে উঠে ও রাতে ঘুমানোর আগে দৃঢ় মনে পড়া উচিৎ।

সাইয়েদুল ইস্তেগফার সম্পর্কে হাদিস

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সকাল বেলা অথবা সন্ধ্যাবেলা সায়্যিদুল ইস্তিগফার অর্থ বুঝে দৃঢ় বিস্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে।[বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬]

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْت

সাইয়িদুল ইস্তিগফার এর বাংলা উচ্চারণ

 আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা। ওয়া ওয়া’দিকা মাসতাতা’তু। আউজু বিকা মিন শাররি মা-সানা’তু। আবুয়ু লাকা বিনি’মাতিকা আলাইয়্যা। ওয়া আবুয়ু লাকা বি জাম্বি। ফাগফিরলী। ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনবা ইল্লা আনতা।

সাইয়িদুল ইস্তিগফার এর বাংলা অর্থ

 হে আল্লাহ! একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপানার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উওর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। 
 আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

এখানে প্রকাশিত কোনো লেখায় যদি ভুল পরিলক্ষিত হয় তবে ইসলাম প্রচারের স্বার্থে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমরা অবশ্যই তা ঠিক করবো।ইনশাআল্লাহ!