অযুর নিয়ত

নিয়ত অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। মনে মনে আমরা পবিত্র হওয়ার উদ্দেশ্যে যখন অযুখানায় প্রবেশ করি সেটাই অযুর নিয়ত। কুরআন-হাদীসের কোথাও অযুর শুরুতে পড়তে হবে এমন নিয়তের বাক্যগুলো বর্ণনা করা নাই। বিভিন্ন বইতে যে সকল নিয়তের বাক্যগুলো দেয়া থাকে সেগুলো আরবি ভাষী কোনো ব্যক্তির বানানো। আল্লাহর রাসূল (সা) ও তাঁর সাহাবাগণ অযুর শুরুতে ঐসব নিয়তের বাক্যগুলো আবৃত্তি করতে আমাদের শিখিয়ে যান নাই। তাই অযুর শুরুতে সেই আরবি বাক্যগুলো মুখে উচ্চারণ করাকে জরুরি বা বেশি সওয়াবের বা দ্বীনের অংশ মনে করা বিদআত।

পবিত্র হওয়ার আগের নিয়তের ব্যাপারে একটা উদাহরণ দেয়া যেতে পারে। ধরা যাক দুইজন ব্যক্তি একটি খালের উপরের বাঁশের সাঁকো পার হচ্ছেন। একজন এসেছেন গোসল করার উদ্দেশ্যে। তিনি এসে সাঁকো থেকে লাফ দিলেন। অপর জন গোসলের উদ্দেশ্যে আসেন নাই বরং তাল সামলাতে না পেরে পড়ে গেছেন। প্রথম ব্যক্তির গোসল হবে নিয়ত সহ। আর দ্বিতীয় ব্যক্তির গোসল হবে ঠিকই কিন্তু নিয়ত ব্যতীত।

সারকথা হচ্ছে, অযু করার জন্য মনে মনে ইচ্ছা করাই যথেষ্ট। বিভিন্ন বই-পুস্তকে যেসকল নিয়তের বাক্য পাওয়া যায় সেগুলো কুরআন হাদীস দ্বারা প্রমাণিত নয়। আসুন, ইসলাম কোনো বিষয়কে যতটা গুরুত্ব দিয়েছে ততটা গুরুত্বই আমরা দিই। দ্বীনকে পালনের জন্য কঠিন থেকে কঠিনতর না বানিয়ে নিই।

রেফারেন্সঃ
1. assunnahtrust.com/সালাতের-সংক্ষিপ্ত-বিধান

2. youtube.com/watch?v=6W5_ClQxPzs